চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষে অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নৌ পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এদিকে কোস্ট গার্ড জানায়, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।
এদিকে, দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
পড়ুন: হাদি হত্যার বিচার দাবিতে আজ দেশজুড়ে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
আর/


