১৫/০১/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঘুমের মধ্যে মারা গেলেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ড

হলিউডের সোনালী সময়ের কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। অস্কারজয়ী এ অভিনেতা সানড্যান্স ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও হলিউডের স্বাধীন চলচ্চিত্রের পথিকৃত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড ইন্ডাস্ট্রিতে।

মৃত্যকালে রবার্ট রেডফোর্ডের বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুর খবর প্রকাশ্যে এলেও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি অভিনেতার।

সংবাদমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন প্রচার সংস্থা রজার্স অ্যান্ড কাউয়ান পিএমকে-র প্রধান নির্বাহী সিন্ডি বার্জার। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উটাহে তার নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান রবার্ট।

বৃটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৩৬ সালে জন্ম নেয়া রবার্ট শৈশবে বেড়ে ওঠেন আমেরিকার লস অ্যাঞ্জেলসেস। পড়াশুনা শেষ করে ষাটের দশকে পা রাখেন অভিনয় জগতে। অভিনয় দিয়ে হলিউডে এক ভিন্ন স্রোতধারা তৈরি করেন এ অভিনেতা। ১৯৮১ সালে অভিনয় জীবনের সেরা প্রাপ্তি হিসেবে জেতেন অস্কার।

রবার্ট রেডফোর্ডের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বাচ কেসিডি এন্ড দ্য সানড্যান্স কিড, ইনসিডেন্ট প্রপোসাল, দ্য ওয়ে উই ওয়ের, দ্য হোর্স হুইসপার, দ্য স্টিং, আউট অব আফ্রিকা, থ্রি ডেইস অব দ্য কনডোর, দ্য লাস্ট কেসল, স্পাই গেম, আপ ক্লোজ এন্ড পারসোনাল, হাভানা ইত্যাদি।

প্রসঙ্গত, ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন রবার্ট রেডফোর্ড। ২০০২ সালে সম্মানসূচক অস্কার, ২০১৭ সালে ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে আজীবন সম্মাননা গোল্ডেন লায়ন এবং ২০১৯ সালে সম্মানসূচক সিজার খেতাবে ভূষিত হন তিনি। এছাড়া ২০১০ সালে তাকে লেজিওন ডি’অনারের শেভালিয়ারও উপাধি দেয়া হয় এবং ২০১৬ সালে তিনি বারাক ওবামার কাছ থেকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন