দেশের শেয়ারবাজারে প্রতিটি সরকারের আমলেই সরকার সমর্থিত কোন না কোন ব্যক্তির একক আধিপত্য দেখা যায়। গেল আওয়ামী সরকারের অধীনে দেশের শেয়ারবাজারের গডফাদার হিসেবে সালমান এফ রহমানের একক নিয়ন্ত্রণ ছিল। তার আগে আবার বিএনপি সরকারের সময়ে মোসাদ্দেক আলীর ফালু’র চর্চা ছিল বিনিয়োগকারীদের মুখে মুখে।
আওয়ামী সরকারের পতন, সালমান এফ রহমানের গ্রেপ্তার এবং বিএনপি’র সাবেক নেতা মোসাদ্দেক আলী ফালু’র জামিন শেয়ারবাজারের চিত্র বদলিয়ে দিয়েছে।
সালমান এফ রহমান গ্রেপ্তারের পর গোটা শেয়ারবাজারে একপ্রকার তুলকালাম সৃষ্টি হয়। বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির শেয়ার এবং কারসাজি চক্রের নিয়ন্ত্রণে থাকা শেয়ার দরে অধ:পতন হওয়ায় বিনিয়োগকারীরা আবারও ভেঙ্গে পড়েন।
তবে বর্তমান শেয়ারবাজারের চিত্র পাল্টেছে। গেল ২ কার্যদিবস ধরে বাজার ইতিবাচক আচরণ করছে। বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ও বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ করলে তারা জানান, সালমান এফ রহমান আউট হওয়ার পর বাজারের নিয়ন্ত্রণ এখন বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু নিচ্ছে বলে বাজারে গুঞ্জন উঠেছে। যে কারণে বাজার আবারও পজেটিভ আচরণ করছে। সামনে বাজার আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এদিকে শেয়ারবাজারে স্বাভাবিক আচরণে ফিরিয়ে আনতে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা তুলা দেওয়া এবং বেক্সিমকো-ইসলামী ব্যাংক রেখে সব কোম্পানির ফ্লোর তুলে দেওয়া হয়েছে। যার প্রভাব আজ বাজারে পড়েছে।
জানা যায়, আজ ২৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৪৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০৪.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪১.২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৪.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৮ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৫.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৬৪৫ টি শেয়ার ২ লাখ ৭ হাজার ৪০৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৬৩ কোটি ২৬ লাখ ২৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৪ শতাংশ বা ৭০.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭৫৬.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৩৪.৩৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১৭.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৭১ টির, কমেছিল ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৮.০৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৭৮৪ টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৯৯৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৮৯৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।
উল্লেখ, সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৬১ লাখ ৪৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭১ শতাংশ বা ১১৭.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৫২০.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৬৬৯ টাকা।