19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ঘুর্ণিঝড় দানা, উপকূলে গুমট পরিবেশ

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকা অবস্থান করছে। এর কিছুটা প্রভাব উপকূলীয় এলাকা পটুয়াখালীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। সকাল থেকে মেঘলা আকাশ, হালকা হালকা বাতাস। সবমিলিয়ে উপকূলের মানুষ চিন্তিত ঘূর্ণিঝড় দানা নিয়ে।

বুধবার (২৩ অক্টোবর) গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।

আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলের অনেক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছ। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কুয়াকাটায় আগত পর্যটকদেরকে সতর্কও করছে ট্যুরিস্ট পুলিশ।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যেন স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় যেতে-পারে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ আ. খালেক জানান, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে আমরা পর্যটকদের সতর্ক করছি এবং সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য প্রস্তুত রয়েছি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন