প্রায় চার দশকের দীর্ঘ শিক্ষকতা জীবনের সমাপ্তি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে দেওয়া হলো ব্যতিক্রমী রাজকীয় বিদায়। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মান জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
১৯৮৭ সালে সহকারী শিক্ষক হিসেবে স্কুলটিতে যোগ দেন আকতারুল ইসলাম। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় শিক্ষা ও মানবিকতার আলো ছড়িয়ে শেষ কর্মদিবসে অবসর নেন তিনি। বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ঘোড়ার গাড়িতে শহর প্রদক্ষিণ করিয়ে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। দিনব্যাপী নানা আয়োজনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে।
একই দিনে বিদায় নেন আরেক প্রবীণ শিক্ষক মাহমুদ-উর-রহমান। ১৯৯০ সালে যোগদান করা এই শিক্ষক শিক্ষার্থীদের সাফল্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। বিদায়ী মুহূর্তে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের ভালোবাসায় আপ্লুত হন তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, দু’জন নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রতি এভাবে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত। তারা যেমন সম্মান পেয়েছেন, ভবিষ্যতে আমাদের বিদায়ও যেন এমন মর্যাদাপূর্ণ হয়-এটাই প্রত্যাশা।
পড়ুন- শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
দেখুন- ভোট দিতে পারবেন কি হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা নেতাকর্মীরা?


