কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত চারজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসটি গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটির একাংশ খাদে ডুবে গেলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা-পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। রাত আড়াইটার দিকে বাসটিকে ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। এ সময় এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায়, আরেক যাত্রীর মরদেহ বাসটির নিচে চাপা পড়ে ছিল।
বাসটিতে চালক-সহকারীসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দুর্ঘটনাপরবর্তী সময়ে বেঁচে যাওয়া যাত্রীরা। তাঁদের ভাষ্য, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে এবং অতিরিক্ত গতি থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়।
বাসটির যাত্রী কাজী সোহেল (৪২) জানান, তিনি মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত যাত্রার সময় বাসটি শুরুতে ধীরগতিতে চললেও চুনতি ছাড়িয়ে যাওয়ার পর চালক আচমকা গতি বাড়িয়ে দেন। এরপরই দুর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, “নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে
পড়ুন: চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে প্রশ্ন ফাঁস, ভুয়া উত্তীর্ণ ও ফল জালিয়াতিসহ নানা অভিযোগ
দেখুন: যেভাবে বি*ধ্ব*স্ত হল কাজাখস্তানের যাত্রীবাহী বিমান!
ইম/


