কক্সবাজারের চকরিয়া থানার হাজতে দুর্জয় চৌধুরী নামে এক কম্পিউটার অপারেটরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতে তাকে হাজতে রাখা হয়। শুক্রবার ভোরে হাজতের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত দুর্জয় চৌধরী পৌরসভার হিন্দুপাড়া এলাকার কমল চৌধুরীর পুত্র এবং চকরিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
অন্যদিকে নিহতের পরিবার অভিযোগ করেছে, থানায় পর্যাপ্ত নিরাপত্তা থাকলে এ মর্মান্তিক ঘটনা ঘটতো না।
এদিকে হেফাজতে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো.জসীম উদ্দিন বলেন, থানা হাজতে দুর্জয় চৌধুরী নামে এক ব্যক্তি আত্মহত্যা করার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এ ঘটনায় থানা দায়িত্বরত পুলিশের কোন ধরণের গাফেলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ আত্মহত্যার ঘটনার ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।
পড়ুন: কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানি : আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড
এস/


