28 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসন্ধুরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

গ্রেফতারের পর এই সন্ত্রাসী এখন রাজধানীর তেজগাঁও থানায় রয়েছেন। এখান থেকে রাতে তাকে চট্টগ্রাম নেয়া হতে পারে।

সিএমপি থেকে জানানো হয়েছে, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ধরতে গত কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছিল সিএমপির একটি বিশেষ টিম।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ছোট সাজ্জাদ হিসেবে পরিচিত। তিনি বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। ছোট সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

গত জানুয়ারিতে ফেইসবুক লাইভে এসে প্রকাশ্যে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেন ছোট সাজ্জাদ। এরপর তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়।

চব্বিশের ২১ অক্টোবর বিকেলে নগরীর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় কালো রঙের একটি গাড়িতে করে গিয়ে তাহসিন নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় ছোট সাজ্জাদকে প্রধান আসামি করা হয়েছে।

পড়ুন : চট্টগ্রামের আইনজীবী হত্যায় ৩ মামলা, গ্রেফতার ৩৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন