22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চট্টগ্রামে চুরি হওয়া হজের টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামে চাঞ্চল্যকর হজের টাকা চুরির মামলায় প্রধান হোতা সাকিব সহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি। উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। চক্রটি কে ধরতে এখনো চলছে অভিযান।

নিয়ত ছিল স্বপরিবারে হজে যাওয়ার। এজেন্সিকে টাকা জমা দেওয়ার জন্য ব্যাংক থেকে নগদ ১৮ লক্ষ ৮০ হাজার টাকা তুলে ঘরে রাখেন চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পীর বাড়ীর মোহাম্মদ জসিম উদ্দিন। ঘরে টাকা রেখে একদিনের জন্য ঢাকায় যান পরিবারটি, এসেই তাদের মাথায় হাত। জানালার গ্রীল কেটে চুরে নিয়ে যায় নগদ ১৮ লক্ষ ৮০ হাজার টাকা ও সাড়ে ১৩ ভরী স্বর্ণালংকার।

চুরি করে অন্য মামলায় আত্মসমর্পণ করার কৌশল নেই চোর চক্রের সদস্য রাতুল। জানা যায় এটা তার মামলা থেকে বাচার কৌশল। এবার তার সেই কৌশলের সূত্র ধরে ডিবি গ্রেপ্তার করে চোর চক্রের প্রধান সাকিব সহ দুজনকে। 

তিনি আরো জানান, মামলার খরচ জোগাতে ও আগে বাকীতে জামিন নেওয়ার টাকা পরিশোধ করতে পূণরায় চুরি করে এসব চোর। 

চোরের কারণে এবার আর হজে যেতে না পারার আক্ষেপ হলেও আগামীবার যাওয়ার আশা করছেন এই দম্পতি।

কোররবানিকে কেন্দ্র করে আরও সক্রিয় হতে পারে চোর চক্র, তাই প্রশাসনের আহ্বান সর্বাত্মক সতর্কতার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন