জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এবং ৩ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বন্দরনগরীতে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল ২৫ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে প্রস্তুতি ক্যাম্পের জন্য বিবেচিত ১৭ সদস্যের দলটি দুই ধাপে চট্টগ্রামে পৌঁছায়। আজ থেকে শুরু হয়ে ক্যাম্প চলবে ২৮ এপ্রিল রোববার পর্যন্ত। এই অনুশীলন ক্যাম্পে সম্পূর্ণভাবে রুদ্ধদ্বার অনুশীলন করানো হবে যেখানে গণমাধ্যমের প্রবেশ ও অনুশীলনের ছবি বা ভিডিও গ্রহণের সুযোগ থাকছে না।
বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে কদিন আগেই ফিটনেস ট্রেনিং সেরেছেন টাইগার ক্রিকেটাররা। ২৮ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের মূল স্কোয়াড ঘোষণা করা হবে। ওইদিন বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। চট্টগ্রামে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ৩ মে, দ্বিতীয় ম্যাচ হবে ৫ মে এবং তৃতীয় ম্যাচ হবে ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।
আরও পড়ুন– বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না মিরাজের