চট্টগ্রামে প্রায় পাঁচ কোটি টাকার জাতীয় রাজস্ববোর্ডের সিগারেটের প্যাকেটে লাগানোর নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে এসব পণ্য উদ্ধারের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা জানান, তারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। মহানগর গোয়েন্দা বিভাগের উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন জানান, প্রতিষ্ঠানের মালিক ও জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।