উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম এবং চট্টগ্রাম মৎস্যবন্দর কর্মকর্তাদের প্রতারণা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।
আজ সোমবার (২৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন অমিত আইচ।
তিনি সম্প্রতি চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ একটি অকেজো ঘোষিত জাহাজ বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করে। তারা সর্বোচ্চ দরদাতা হিসেবে জাহাজটি কিনে নেন। কিন্তু কেনার পর সেটির কাজ করতে বাধা দেন বন্দরের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।