19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি বাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ওই বাসার দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তাজরিয়ান আহমেদ সোয়ারা নামের ওই ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

তার মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যাতে লেখা আছে, “I’m sorry i failed as a human.”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ বলেন, তাঁরা খবর পেয়ে আজ সকালে মেয়েটির বাসায় যান। এ সময় কক্ষের দরজা ভেঙে ছাত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন