22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চন্দ্রকলি পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চন্দ্রকলি পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মরহুম মাওলানা কেফায়েত উল্লাহ স্মৃতি দল। মঙ্গলবার রাতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা এ এইচএম খায়রুল আনাম চৌধুরী অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। 

নোয়াখালী উপকূলীয় উপজেলা সুবর্ণচরের বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর আগে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান বিতার্কিকরা তিন দিনব্যাপী কর্মশালার মাধ্যমে এসব শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।

গ্র্যান্ড ফাইনালে সেরা ১২ বিতার্কিককে সংবর্ধনা দেয়া হয়। বিতার্কিকরা হলেন মরহুম মাওলানা কেফায়েত উল্লাহ স্মৃতি দলের উম্মে মায়েশা, সাইফা রহমান, এস ফাহিয়া রশিদ ইরা। মরহুম ফজলুল হক সাহেব স্মৃতি দলের  মাহাদিয়া মুনজারিন,উম্মে মালিহা,কামাল উদ্দিন। মরহুম মাহাতাবউদ্দিন স্মৃতি দলের হাসিবা, মো:সোহেল, আনিকা। মরহুম অধ্যাপক মিজানুর রহমান স্মৃতি দলের আরাধ্য দাস, সাদিয়া, আশরাফুল।

মডারেটর হিসেবে ছিলেন ঢাকা আইডিয়াল কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর মো. নূরনবী। বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আরমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সাবেক কার্যকরী সদস্য সিফাতুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক আশরাফ উল্লাহ।

আয়োজক কমিটির সম্পাদক ও চন্দ্রকলি বিতর্ক ধারার মডারেটর আতিকুর রহমান আবির বলেন, “চন্দ্রকলি সহশিক্ষা কার্যক্রমে সবসময়ই সচেতন। আমরা এ কার্যক্রম দিয়ে এটা নিশ্চিত হয়েছি যে, আমাদের গ্রামের শিক্ষার্থীরা কতটা দক্ষ ও সাহসী। এখন আমরা শিক্ষার্থীদের সামনে এগিয়ে নেয়ার পথ প্রসারিত করতে কাজ করবো। এখন আমাদের বিতার্কিকদের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন করানোই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান। এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি এসাইনমেন্ট এডিটর তারেক মোরতাজা, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিক উল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন