১৩/০১/২০২৬, ২১:৪৯ অপরাহ্ণ
19 C
Dhaka
১৩/০১/২০২৬, ২১:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চরভাগা ইউনিয়নে ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র নির্বাচিত

শরীয়য়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চারভাগা ইউনিয়নের একটি ভোট কেন্দ্র পুনঃবহালের দাবীতে মানব বন্ধন কর্মসুচি পালন করেছেন এলাকাবাসী।
রবিবার(১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে চরভাগা পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শতাধিক নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে চরভাগা ৮নং ওয়ার্ডের ১১৩ নং পাইক বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্রটি বাতিল করে ১৪২ নং মুনসুর নগর হাজী আব্দুল গফুর খান সরকারি প্রথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র নির্ধারন করা হয়। বিষয়টি জানাজনি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪২ নং মুনসুর নগর হাজী আঃ গফুর খান সরকারি প্রথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র নির্ধারন করা হয়। কিন্তু এ বিদ্যালয়ে যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক। সরু পথ বেয়ে ৮ নং ওয়ার্ডের এক প্রান্তে স্কুলটির অবস্থান। মাঝে একটি কাঠের পুল পেরিয়ে যেতে হয় স্কুলটিতে। নির্বাচনি মালামাল নিয়ে কেন্দ্রটিতে ভোট শেষ করে উপজেলায় আসতে অনেক ঝুকি নিতে হবে প্রশাসনকে। এদিকে পূর্বের ভোট কেন্দ্র ১১৩ নং পাইক বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন কার্পেটিং সড়কের পাশে অবস্থিত। ভোটার এলাকার সবকটি গ্রামের সাথে ১১৩ নং পাইক বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ভোট কেন্দ্রটি পুনঃবহালের দাবী এলাকাবাসীর।

স্থানীয় ভোটার আমজাত মোল্যা বলেন, স্বাধীনতার পর পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে কেন্দ্রটি খুবই ভালো। কার্পেটিং রাস্তার সাথেই এই কেন্দ্রটি। তবে কে বা কাহারা ১৪২ নং মুনসুর নগর হাজী আঃ গফুর খান সরকারি প্রথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র নির্ধারন করেন। সেখানে যেতে ভাঙা রাস্তা ও সাকো পার হয়ে যেতে হয়। তাই নির্বাচন কমিশনের কাছে বাতিল করে পুনরায় ১১৩ নং পাইক বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ভোট কেন্দ্রটি পুনঃবহালের দাবী জানাই।

শরীয়তপুর সহকারী রিটার্নিং অফিসার ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, আজ মানববন্ধন হয়েছে আমি জানতাম না। আপনার কাছ থেকে শুনলাম। তবে কয়েকদিন আগে ওই এলাকার মানুষ আমাকে বর্তমান কেন্দ্রটি ঝুকিপূর্ণ সে বিষয়টি জানিয়েছে। আমি উক্ত বিষয়ে নির্বাচন কমিশনে জানিয়েছি। কমিশন থেকে কোন নির্দেশনা আসলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন- নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নারী’সহ আটক ৩, স্বর্ণ উদ্ধার

দেখুন- পুতিনের ধমক খেয়ে লাইনে এলেন ট্রাম্প?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন