21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চলে গেলেন অভিনেতা জামালউদ্দিন হোসেন

নাট্যজন, নির্দেশক, অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত জামালউদ্দিন হোসেন আর নেই। তিনি আজ শনিবার (১২ অক্টোবর) কানাডার ক্যালগিরিতে রকিভিউ হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮১ বছর।

জামালউদ্দিন হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা-নাট্যপরিচালক শামসুল আলম বকুল।

জামালউদ্দিন হোসেন অনেক দিন ধরে মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। কিছুদিন আগে কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জামালউদ্দিন হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। তবে অভিনয় থেকে গত ১৫ বছর অনেকটাই দূরে ছিলেন তিনি।

জামালউদ্দিন হোসেন ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রানী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দী’ সহ কয়েকটি আলোচিত মঞ্চনাটক পরিচালনা করেছেন। তার স্ত্রীও অভিনেত্রী রওশন আরা হোসেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন