28.6 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

চাঁদপুরের কচুয়ায় বাড়ী থেকে ডেকে এনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের কচুয়ার বিতারায় যুবলীগ নেতা ও ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী নুরুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তিনি বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন কর ছিলেন।

১২ এপ্রিল শনিবার রাত ১০টার সময় কচুয়ার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নুরুল হক হচ্ছেন বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে।

নিহতের স্ত্রী জাহানারা বেগম জানান, গেলো শনিবার রাত সাড়ে ৯ টায় ভাত খাওয়ার পর ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ জালাল আমার স্বামী নুরুল হককে পাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে শুকুর আলীর নির্দেশে তাদের বাড়িতে কথা আছে বলে ডেকে নিয়ে যায়‌। পরে তিন বছর আগে শুকুর আলীর প্রথম ডিভোর্সী স্ত্রীর সাথে আমার স্বামীর সম্পর্ক থাকা নিয়ে সন্দেহ করে সেখানে রামদা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে তাদের উঠানে ফেলে রেখে যায়।

ঘটনার পর পরই অভিযুক্তরা গা ঢাকা দেয়ায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চাঁদপুরের কচুয়ার ওসি মো. আজিজুল ইসলাম জানান, তিন বছর পূর্বের পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড হয়েছে বলে খবর পাই। তবে সংবাদ পেয়ে রাতেই নুরুল হকের মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আমরা মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেছি।

পড়ুন : চাঁদপুরের ফরিদগঞ্জে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের পথ অবরুদ্ধ: বিপাকে কয়েকটি পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন