16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চাঁদপুরের মঠখোলায় অর্ধশত পরিবারের চলাচলের জন্য রাস্তা বের করছে প্রশাসন

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের খলিশাডুলীর অর্ধশত সনাতন ধর্মালম্বী পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তার সমাধানের পথ বের করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

১৯ নভেম্বর মঙ্গলবার বিকালে বাবুরহাট শিশু পরিবার সংলগ্ন এলাকায় গিয়ে সরেজমিনে দেখে ও খোঁজখবর নিয়ে এই সমাধানের আশ্বাস দেয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।

চাঁদপুরের মঠখোলায় অর্ধশত পরিবারের চলাচলের জন্য রাস্তা বের করছে প্রশাসন

তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ এখানকার বেশ কিছু সনাতনী পরিবার চলাচলের রাস্তা নিয়ে দূর্ভোগে রয়েছে। আমি এটি সরেজমিনে গিয়ে দেখেছি। আশা করছি উনাদের ভোগান্তি লাঘবে চলাচলের রাস্তা নিয়ে সুন্দর একটি সমাধানের পথ আমরা বের করতে পারবো। বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কেও অবগত করবো।

এদিকে ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার বলেন, এখানে যে শিশু পরিবারটি রয়েছে তা এই সনাতন ধর্মালম্বী দাস বাড়ী পরিবারগুলো থেকেই তৎকালীন সময়ে অধিগ্রহণ করা হয়।

কিন্তু গেলো কয়েক বছর আগে কোন কারনে তাদের চলাচলের সঠিক রাস্তা না রেখে দেয়াল উঠিয়ে দেয় শিশু পরিবার কর্তৃপক্ষ। যদিও পরে তাদের রাস্তা বের করে দেবার প্রতিশ্রুতিতে দেয়ালটি উঠানো হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

তাই দীর্ঘদিন পরে হলেও সেই দুর্ভোগ কাটিয়ে এখন প্রশাসনের হস্তক্ষেপে তা আলোর মুখ দেখার আশা সঞ্চারিত হয়েছে সনাতন ধর্মালম্বী পরিবারগুলোর মাঝে। আশা করি দ্রুত তা বাস্তবায়ন হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পার্থ গোপাল দাস,যুগ্ম আহ্বায়ক জয় চন্দ্র নাগ,স্থানীয় খালেক মিজি, আক্কাস গাজী, ব্রজ গোপাল আশ্চার্যী, চন্দন দে, গাজী আলামিন, দাস বাড়ীর নয়ন রঞ্জন দাস, রবি চন্দ্র দাস, সাধন দত্তসহ অন্যান্যরা।

দেখুন চাঁদপুরের নারীরা অনেক সুন্দর: অপু বিশ্বাস

আরও ৪ আগস্টের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন