১৫/০১/২০২৬, ১৬:৫০ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৬:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে অবৈধ পন্থায় লাল চিনি প্যাকেট করে বাজারে বিক্রি, অর্ধলক্ষ টাকা জরিমানা

চাঁদপুরে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে ব্যবহার করে অবৈধ পন্থায় লাল চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রির অভিযোগে জয়দেব কে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। দীর্ঘদিন যাবৎ গোডাউন ভাড়া নিয়ে এই অপকর্ম করছিলেন জয়দেব।

২৮ মে বুধবার রাতে অভিযানের এ তথ্য নিশ্চিত করেন জেলা ভোক্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে লাল চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রয় করছিলেন জয়দেব। তিনি কার্তিক চন্দ্র সাহার থেকে গোডাউন ভাড়া নিয়ে এ অপকর্ম করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন এবং প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এসময় ভুয়া নাম ঠিকানা সম্বলিত চিনির প্যাকেট ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে তিনি অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

অভিযোগ প্রসঙ্গে জয়দেব বলেন,আমি লোভে পড়ে এ কাজ করেছি। মূলত এগুলো আগে যারা এখানে করতো তারাই প্রশাসনকে এখানে পাঠিয়েছি। কারন আমি কম দামে লাল চিনি বিক্রি করায় অনেকের চোখে ত্রিশূল হয়ে গিয়েছিলাম। আমি এসব চিনি উৎপাদন করতাম না শুধুমাত্র পাইকারি কিনে এখান থেকেও পাইকারি বিক্রি করতাম। আমি আর কখনো এমন কাজ করবো না।

এদিন অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে এবার প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের চিংড়ির রেণু জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন