চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় চলকেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক কন্যা শিশুকে কিডন্যাপের সময় জনতার হাতে আটক হন মো. কামাল বেপারী (৩৫) নামে একজন কিডন্যাপার।
১২ মার্চ বুধবার সন্ধ্যায় আটকের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল নামের ওই ব্যাক্তি অসৎ উদ্দেশ্যে দুই দুই বার একটি কন্যা শিশুকে হাজী মহসীন রোড এলাকায় একা পেয়ে গতিরোধ করে। পরে তাকে চকলেটের প্রলোভন দেখায়। পরে শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে ভয় পেয়ে কান্না শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। শিশু ঘটনাটি জানালে লোকজন দৌড়ে গিয়ে ওই কিডন্যাপারকে ধরে ফেলে। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সপোর্দ করে।
এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে শিশুটির কান্না বিজড়িত কন্ঠে স্থানীয়দের কাছে ঘটনার আদ্যোপান্ত জানাতে দেখা গেছে এবং ঘটনা শুনে স্থানীয়রা কামাল নামে ওই কিডন্যাপারকে রাগে ক্ষোভে উত্তম মাধ্যম দিয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং কিডন্যাপার কামালকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
পড়ুন : চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞা