আওয়ামী লীগ সরকার পতনের পর মাঠে কার্যত বিএনপির প্রতিপক্ষ নেই। এ পরিস্থিতিতে নিজেদের মধ্যেই বিভিন্ন স্থানে দ্বন্দ্বে জড়াচ্ছে বিএনপি। চাঁদপুরের কচুয়ায় বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর হয়েছে। করা হয়েছে পাল্টাপাল্টি মামলা।
গেলো ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর সারা দেশের ন্যায় চাঁদপুরে বিএনপি নেতাকর্মীরা মানুষের জানমাল রক্ষায় ভূমিকা নেয়। কিন্তু কচুয়ায় ঘটেছে উল্টো। সেখানে বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা জড়িয়ে পড়ে। নিজেরাই একে অপরকে মারধর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও মামলায় জড়িয়েছেন।
গত ৭ আগষ্ট বিতারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেশারফ গ্রুপের যুবদল নেতা আবু সামাদের বাড়ি ঘরে হামলা, স্বর্ণালঙ্কার লুট ও তাদেরকে মারধরের অভিযোগ করেন। আদালতে মামলাও করেন। ন্যায় বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
এর আগেই সামাদদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তোলেন প্রতিপক্ষ মিলন গ্রুপের মোঃ সাহাবুদ্দিন। সংবাদ সম্মেলন করে জানান তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে।
রাজনৈতিক গ্রুপিং বন্ধে দলীয় বিএনপির হাইকমান্ড দ্রুত মনোযোগী হয়ে সাংগঠনিক ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।