চাঁদপুর সদরে মেয়ের বিয়ের গায়ে হলুদে কোরআন তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক চর্চার ব্যাতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছেন এক পিতা।এই চর্চা হয় চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে।
শুক্রবারে হওয়া এমন বিবাহের কয়েকটি ভিডিও ক্লিপ ১৪ এপ্রিল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কনের পিতা বেশ প্রশংসা কুড়াচ্ছেন।
ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে মঞ্চ। তৈরি করা হয় নান্দনিক স্টেজ। তবে এতে কনের বাবা এলাকার হাফেজ ও ইমামদের নিয়ে কোরআন খতম ও দোয়া মিলাদ পড়াচ্ছেন। এরপর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জানা যায়, কনে তাসমিয়া আঞ্জুম নিধি বাখরপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মোঃ মামুন পাটোয়ারীর জ্যৈষ্ঠ কন্যা। আর বর হচ্ছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার মোঃ শরিফ পাটওয়ারী। বিবাহ কে ঘিরে বর ঘোড়ার গাড়িতে চরে এসেছেন কনের বাড়ি। কনে পক্ষ তাকে অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
এ বিষয়ে কনের বাবা মোঃ মামুন পাটোয়ারী জানান, বিয়ের অনুষ্ঠান গান-বাজনার পরিবর্তে ৩০ পারা কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে আয়োজন শুরু করা হলো। তিনি আশা করেন সম্পূর্ণ ইসলামি শরিয়া মোতাবেক সম্পন্ন হোক তার মেয়ের বিয়ে।
এদিকে ব্যতিক্রম এমন আয়োজনে খুশি স্থানীয়রাও। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নিধির গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানকে ঘিরে বাহারি ফুলের আবহে দৃষ্টিনন্দন হলুদ মঞ্চ তৈরি করা হয়। গায়ে হলুদে ইসলামিক চর্চা দেখতে বয়োজ্যেষ্ঠরাও ভিড় করেন গায়েহলুদ অনুষ্ঠান দেখতে।
স্থানীয় গণমাধ্যমকর্মী মোঃ আরিফুল ইসলাম জানান, গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজনা সবসময়ই শুনি। তবে এখানে নাচগানের পরিবর্তে কোরআন তেলোয়াতের আয়োজন করা হয়েছে। এটা সত্যিই একটা ভালো দিক। আমি মনে করি তাসমিয়া আঞ্জুম নিধির গায়েহলুদ অনুষ্ঠান সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।
