19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার মল্লিকপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী।

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠানে বাগবিতণ্ডা

স্থানীয়রা জানান, নিহত মাসুদ রানা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত রোববার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় দেয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিলেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বিজয় দিবসের অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরে অনুষ্ঠান শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে দুজন নিহত ও আরও চারজন আহত হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হতাহতরা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখুন: চাপটি পিঠা আর হাঁসের মাংস টানছে সব বয়সীদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন