চাঁপাইনবাবগঞ্জে এবারো চলতি মৌসুমে আম পাড়া ও বাজারজাতকরণে কোন সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। তাই, পরিপক্ক হলেই গাছ থেকে আম পাড়া ও বাজারজাত করা যাবে।
সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে আগামী ১০ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হবে ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।