১৫/০১/২০২৬, ২২:১২ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২২:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে দশ মাসেও উদ্ধার হয়নি লুট হওয়া ৭০ অস্ত্র গুলি

বৈষম্যবিরোধী ছাত্র-অভ্যুত্থানের পর চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানায় লুটপাট চালায় দুর্বৃত্তরা। ওইদিন আগ্নেয়াস্ত্র, গুলি, পিস্তলের ম্যাগাজিন, শুটারগান, শুটারগানের গুলি, মাদকদ্রব্য ও স্বর্ণালংকারসহ প্রায় ৬০ কোটি টাকার আলামত লুট হয়। এরমধ্যে রয়েছে- ৫০ টি পিস্তল, ২৫০ রাউন্ড গুলি, ১০০টি পিস্তলের ম্যাগজিন, ২০টি শুটারগান, ২৫টি শুটারগানের গুলি। গত ১০ মাসেও লুট হওয়া অস্ত্র-গুলি এখনো উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। আদালতের মালখানা লুটপাটের ঘটনায় মামলা করেই দায় সেরেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিচারাধীন মামলার জন্য গুরুত্বপূর্ণ এসব আলামত উদ্ধারে পুলিশের তেমন তৎপরতাও নেই। আলামত লুট হওয়ায় মাদক ও অস্ত্র কারবারিরা বিচারে ছাড়া পেয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় আলামতের গুরুত্ব অনেক। এগুলো অভিযোগ প্রমাণে সহায়ক হয়। তাই মামলা নিষ্পত্তি পর্যন্ত আলামত যত্ন সহকারে রাখা নিয়ম। বিচার চলাকালে সেটি উপস্থাপনের প্রয়োজনে যদি হাজির করা না যায়, তাহলে তো ন্যায়বিচার পেতে শঙ্কা থেকেই যায়। ৫ই আগস্ট বিচারাধীন মামলার আলামত লুট হওয়ায় ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে গত ২৯শে সেপ্টেম্বর আদালতের মালখানায় লুটপাটের ঘটনায় পুলিশ পরিদর্শক (মালখানা) মো. মনিরুল করিম খান বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি। এ ঘটনায় আদালতের পক্ষ থেকে একটি জুডিসিয়াল তদন্তও হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ২০২৪ সালের ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। এ সংবাদ টেলিভিশনে প্রচারের পরেই উৎসুক ছাত্র-জনতা আনন্দে বিভিন্ন রাস্তায় মিছিল করতে থাকে। সেই সুযোগে দুর্বৃত্তরা হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসহ সারা দেশে পুলিশের উপর হামলা করে পুলিশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন থানা ফাঁড়িতে অবস্থানরত পুলিশ সদস্যদের মারপিট করে গুরুত্বর আহত ও নিহত করে। ওই সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। 

এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলা অবস্থিত সদর কোর্ট মালখানায় পুলিশের অনুপস্থিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে মালখানার মেইন গেটসহ অফিস ও গোডাউনের দরজার তালা ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় অফিস ও গোডাউন থেকে অফিসে ব্যবহৃত কম্পিউটার সেট, প্রিন্টার, স্ক্যানার, সিসি ক্যামেরার মনিটর ও ডিভাইজ, আলামতের মটরসাইকেল, বাইসাইকেল, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা, বিদেশী টাকা, জালটাকা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, বিদেশী মদ, চোলাই মদ, পিস্তল অনুমান ৫০টি, গুলি অনুমান ২৫০ রাউন্ড, পিস্তলের ম্যাগজিন অনুমান ১০০টি, শুটারগান অনুমান ২০টি, শুটারগানের গুলি অনুমান ২৫টি, দেশীয় অস্ত্র, স্বর্ণালংকার, রোপ্য ও বিভিন্ন গাড়ীর ব্যাটারিসহ পালাক্রমে লুটপাট করে নিয়ে যায়। লুটপাটকৃত সম্পদের আনুমানিক মূল্য ৬০ কোটি টাকা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক বলেন, ফৌজদারি মামলায় সাক্ষ্যের পাশাপাশি আলামতের গুরুত্ব অনেক। এগুলো অভিযোগ প্রমাণে সহায়ক হয়। তাই মামলা নিষ্পত্তি পর্যন্ত আলামত যত্ন সহকারে রাখা নিয়ম। বিচার চলাকালে সেটি উপস্থাপনের প্রয়োজনে যদি হাজির করা না যায়, তাহলে তো ন্যায়বিচার পেতে শঙ্কা থেকেই যায়। এ বিষয়টি নিয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সেও কথা হয়েছে। এই আইনজীবী আরও বলেন, তবে কী ঘটেছিল, কী পরিস্থিতিতে এমনটা হয়েছে, তা আদালতসহ সবাই অবগত। তাই আলামত না থাকায় মামলার বিচারের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান বলেন, ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আদালতের মালখানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভাঙচুর-লুটপাট করে। এ ঘটনায় মামলা হয়েছে। লুটপাটে জড়িতদের শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫৪ কেজির‘মণে’ জিম্মি আমচাষিরা

দেখুন: সোলেমান হাজারী এখন চাঁপাইনবাবগঞ্জে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন