১৫/০১/২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু ১০ মে

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ১০ মে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৫ বছর বিরতির পর জাকজমকপূর্ণভাবে বাণিজ্য মেলার আয়োজন করছে ব্যবসায়ী সংগঠনটি। মেলায় সারা দেশ থেকে শতাধিক স্টল অংশগ্রহণ করবে। এতে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয়পণ্য প্রাধান্য পাবে। এ উপলক্ষে গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, প্রায় ১৫ বছর পর চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। চলতি বছরের ১লা জানুয়ারি বাংলাদেশের অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় শিল্প ও বাণিজ্য মেলার করার আহ্বান জানিয়েছিলেন।

তার আহ্বানে সাড়া দিয়ে এ বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। এতে সারা দেশ থেকে শতাধিক স্টল অংশগ্রহণ করবে। থাকবে ১৬টি প্যাভিলিয়ন। শিশু কিশোরদের বিনোদনের জন্য প্রায় ২০টি বিভিন্ন ধরনের রাইড থাকবে এ মেলায়।  

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রান্তে অসংখ্য মেধাবী উদ্যোক্তা রয়েছেন, প্রচারের অভাবে তাদের পণ্য জনপ্রিয় হচ্ছে না। আমাদের উদ্দেশ্য হলো এসব উদ্যোক্তাকে ব্যবসার সুযোগ করে দেয়া। এছাড়াও মেলায় মাসব্যাপী দেশীয় পণ্য প্রদর্শণ ও ক্রয়ের ব্যবস্থা এবং শিশু কিশোরেরা উন্নতমানের রাইডের মাধ্যমে বিনোদনের সুযোগ পাবে।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে প্রণোদনার সার বিক্রির অভিযোগ

দেখুন: সোলেমান হাজারী এখন চাঁপাইনবাবগঞ্জে 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন