১৫/০১/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা চাইনিজ রফিকের জামিন মঞ্জুর

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আ. ব. মো. নাহিদুজ্জামান এই আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর একই আদালত চেক ডিজঅনার মামলায় রফিকুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে ২০ লাখ টাকা ব্যাংকে জমা দিলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিনের পর প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম বলেন, হাম্মাদ আলীর সঙ্গে জমি ক্রয়-বিক্রয়ের চুক্তির সময় আমি ৪টি চেক ও নগদ অর্থ প্রদান করি। চুক্তি অনুযায়ী জমির বাউন্ডারি ওয়াল সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রিও করি। কিন্তু চেক ফেরত চাইলে আওয়ামী লীগের দোসর হাম্মাদ নানা টালবাহানা শুরু করে। গত ১৬ বছরে সে আওয়ামী সরকারের ছত্রচ্ছায়ায় টেন্ডারবাজি, ভূমি ও বালুমহল দখলসহ নানা অনিয়মে জড়িত। এখন সে মিথ্যা মামলা দিয়ে আমাকে ও নিরীহ মানুষকে হয়রানি করছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আদালতের নির্দেশে ২০ লাখ টাকা জমা দিয়ে জামিন নিয়েছি। বিশ্বাস করি, আপিলের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদ বলেন, আমার মক্কেল একজন সৎ, পরিশ্রমী ও সম্মানিত ব্যবসায়ী। তার সঙ্গে প্রতারণা করে সাজানো মামলা দায়ের করা হয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করে জামিন দিয়েছেন। আমরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবো এবং ন্যায়বিচার পাবো বলে আশা করি।

এদিকে জেলা বিএনপি সদস্য সচিব, রফিকুল ইসলামের জামিনের খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করেছে। তারা এটিকে “অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়” বলে মন্তব্য করছেন।

পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন