চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি এলাকায় ট্রাকচাপায় জাহানারা বেগম (৮০) নামের এক অসহায় বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার বিকেলে ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত জাহানারা বেগম শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের মৃত রইসুদ্দীনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা ধীরে ধীরে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ সোনামসজিদ স্থলবন্দর দিক থেকে আসা পাথরবাহী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। রাস্তায় লুটিয়ে পড়তেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ট্রাকটি এত দ্রুত গতিতে ছিল যে চালক গাড়ি থামানোর চেষ্টা না করেই পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার (এসআই) মিজানুর রহমান জানান, বিকেল ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জাহানারা বেগমের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, “দুর্ঘটনার পরপরই আমরা ট্রাকটি শনাক্তে কাজ করছি এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এদিকে নিহতের পরিবার শোকভার সামলাতে পারছে না। স্থানীয়দের মতে, মহাসড়কের ওই অংশে অতিরিক্ত গতিতে ট্রাক চলাচল এবং পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী দ্রুতগতির গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন।
পড়ুন- নারায়ণগঞ্জে শহীদ মিনারে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ে যুবক আটক
দেখুন- সেরাদের সেরা প্রতিবেদন


