চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে ৯টার দিকে উপজেলার খাসপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া মিলন শিবগঞ্জ উপজেলার ধুমানী নগর গ্রামের বিকল হোসেন ওরফে মিন্টুর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, সকালে মোটরসাইকেল করে শিবগঞ্জ থেকে
ভোলাহাট উদ্দেশ্যে যাচ্ছিল মিলন। পথে ভোলাহাটের খাসপাড়া মোড়ে মাটি বহন করা একটি ট্রাক্টর মোটরসাইকেল চালক মিলনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিলন মারা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরে ট্রাক্টর চালক জুয়েল রানাকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকতা।
পড়ুন- সোনারগাঁয়ে ইউসুফ আলী কল্যান তহবিলের উদ্যোগে কম্বল বিতরণ


