চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের কানসাট-চৌডালা রোডের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ । আহতদের মধ্যে রয়েছেন—সজিব , আল-আমিন , রবিউল , আসিব, জাহিদ এবং আরও একজন। সবাই শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ছয়জন আহতের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে মারা গেছেন। আহত হয়েছেন ছয়জন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫
দেখুন: সত্যিই কি আমির খান আবার বিয়ে করছেন?
ইম/


