চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম। রোববার সন্ধ্যায় নিজ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
পরে তিনি সুষ্ঠু- নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা জানান সাংবাদিকদের কাছে।
আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে কোন আশঙ্কা নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব মো. দুরুল হুদা, নাচোলের কসবা ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া আল মেহরাব, গোমস্তাপুরের আলীনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম মাসুমসহ অন্যরা।
পড়ুন- ফরিদপুরে সুন্নতে খাৎনার অনুষ্ঠানে চাঁদা দাবি; না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ


