চাঁপাইনবাবগঞ্জ সদরে দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ। একটির নেতৃত্বে দলটির জেলা সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্য পক্ষের নেতৃত্বে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের নেতা মো. মোখলেসুর রহমান। তাঁদের বিরোধে আটকে যাচ্ছে এলাকার উন্নয়ন।
২০২২ সালে জেলা কৃষকলীগের সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে বিভাজন দেখা দিয়েছিল। সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম খুনের পর তা চূড়ান্ত রূপ নেয়। এমপির রাজনৈতিক প্রতিপক্ষ পৌর মেয়রকে প্রধান আসামি করা হয় এই মামলায়।
সম্প্রতি পৌরসভার উন্নয়ন প্রকল্প আটকাতে এমপি আব্দুল ওদুদেরর ডিও লেটার সেই উত্তাপে নতুন করে ঘি ঢেলেছে। তাকে চাঁপাইনবাবগঞ্জে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন পৌরমেয়র মোখলেসুর রহমান।
পৌরসভার উন্নয়নে সহযোগিতার কথা বলছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
এদিকে সরকার দলীয় এমপি আব্দুল ওদুদের দাবি-তার হাত ধরেই পৌরসভার উন্নয়ন বরাদ্দ হয়েছে।
ভোদাভেদ ভুলে সরকার দলীয় জনপ্রতিনিধিরা পৌরসভার উন্নয়নে কাজ করবে এমনটাই প্রত্যাশা সাধারন নাগরিকদের।