34.9 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

নেত্রকোণায় ভিজিএফের চাল পাচারকালে জব্দ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভিজিএফের ১৬ বস্তা চাল আটক করেছে স্থানীয় লোকজন। দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দুইটি ব্যাটিারি চালিত অটো রিকশা করে পাচারকালে এ চাল জব্দ করা হয়।

আজ শনিবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে এই চাল জব্দ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে বিতরণের লক্ষ্যে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জন্য ৩৫ মেট্রিক টন (২২০ কেজি) চাল বরাদ্দ করা হয়। গত সোমবার (২৪ মার্চ) তিন হাজার ৫২২ জন দুস্থ ও গরিব মানুষের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়। এ ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা, পরিষদের সচিব ও গ্রাম পুলিশদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় লোকজন।

এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকছেদুল হক মীর জানান, চালগুলো জব্দ হয়েছে শুনেছি কিন্তু ওই চাল গুলো গ্রাম পুলিশের পারিশ্রমিকের জন্য বরাদ্দ ছিলো। এগুলো তারা একসাথে জমিয়ে রেখেছিলো পরিষদে। ভোর বেলায় চাল সরিয়ে নিবে এ কাজটা সঠিক করেনি।

চাল আটক করা ব্যক্তিদের মধ্যে একজন জামাল উদ্দিন বলেন, ফজরের নামাজ পড়ে পরিষদের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি পরিষদ থেকে দুইটি অটো করে চাল নিয়ে বের হচ্ছে। তখন আমাদের সন্দেহ হয় অন্ধকারে নিবে কেন? তখন আমরা সামনে গিয়ে অবস্থান নিলে তারা অন্য রাস্তায় চলে যেতে চায়। পরে আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, যেদিন চাল বিতরণ করা হয়েছে ওইদিন স্লিপ নিয়ে আসলেও অনেককেও চাল দেওয়া হয়নি পরে তারা চাল ছাড়াই ফিরে গেছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় জনতা ১৬ বস্তা চাল জব্দ করেছে। চালগুলো আমাদের হেফাজতে রয়েছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/

দেখুন: চাল রশিদের চালবাজি শেষ, এবার কি কমবে চালের দাম?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন