চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলছে প্রচার প্রচারণাও।
জেলা জামায়াতে আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী সদস্য মোবারক হোসাইনসহ দলীয় নেতারা উপস্থিত থাকবেন।
জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
জেলার বিভিন্ন স্তরের নেতারা পরিদর্শন করছেন মঞ্চস্থল। নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও দুই আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন উপস্থিত থাকবেন।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল জানান, কেন্দ্রীয় আমির চুয়াডাঙ্গাতে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উৎসব বিরাজ করছে। চুয়াডাঙ্গার মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসছেন তিনি। জেলার উন্নয়নে ভূমিকা রাখার নানা প্রতিশ্রুতি দিবেন।
তিনি আরও জানান, অবহেলিত জেলাকে এগিয়ে নিতে সমান গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন। জনসভার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জেলা জুড়ে চলছে প্রচার প্রচারণা। সব শ্রেণিপেশার মানুষ এই জনসভায় উপস্থিত থাকবেন।
পড়ুন: দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি
আর/


