21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

চুয়াডাঙ্গায় ভাতিজার বাড়িতে মিলল চাচার ঝুলন্ত মরদেহ

চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া থেকে শামসুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের কোর্টপাড়ার একটি বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামসুর রহমান আলমডাঙ্গা তিয়রবিলা গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা বলেন, গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ায় ভাতিজা কামাল হোসেনের বাড়িতে আসেন শামসুর রহমান। রাতে যে কোন সময় ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।

স্বজনরা জানায়, শামসুর রহমান ঋণগ্রস্থ ছিলেন। তিনি বিভিন্ন সমিতি থেকে টাকা তুলেছিলেন। ট্রাক্টরের ব্যবসা ছিল। চাষের পর ট্রাক্টর মালিকের অজান্তেই টাকা তুলে খরচ করে ফেলতেন তিনি। সব মিলিয়ে মোটামুটি মোটা অংকের টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েন। এতে পাওনাদাররা চাপ দিতে থাকেন। হয়তো এই চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, কোর্টপাড়ার একটি বাড়িতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন