19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

চুয়াডাঙ্গায় শীর্ষ সন্ত্রাসী হাতকাটা নফরকে অস্ত্রসহ গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার দর্শনার আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন নফরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফর দর্শনার পৌর এলাকার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে হত্যা ও স্বর্ণ চোরাচালান সহ ৯টি মামলা রয়েছে। 

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাতে নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুড়ি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। 

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী হিসেবে কুখ্যাত। 

দেখুন আওয়ামী সন্ত্রাসী খোকার নি*র্যা*তন থেকে বাদ পড়েনি আপন ভাইও | Nagorik TV

আরও লেফটেন্যান্ট তানজিম হত্যায় জড়িত ৬ জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন