১৫/০১/২০২৬, ৫:১৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে এই ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা গাড়ীর চালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রীদের কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস পূর্বাশা পরিবহন জীবননগরের সন্তোষপুর- আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতির করে ৭-৮ জন ডাকাতদলের সদস্যরা। তারা সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপ গাড়ী গতিরোধ করে। পরে পিকআপ গাড়িটা ব্যবহার করে রাস্তা অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীহাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্র্রো-ব ১৫-৫২৪১) দাঁড় করায়। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক মো. ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে। পরে ডাকাত দলের সদস্যরা পরিবহন বাসে থাকা যাত্রীদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাংচুর করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, সন্তোষপুরে ইকোপার্কের নিকট পরিবহন বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌছায়। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

পড়ুন- চুয়াডাঙ্গায় চাচীর মৃত্যুর খবর শুনে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

দেখুন-বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের ক্ষোভে উত্তপ্ত চট্টগ্রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন