চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মজিবুল হক মালিক মজু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাত থেকে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মজিবুল হক মালিক মজুর নামাজে জানাজা আজ শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ স্থানীয় রেলপাড়া রেললাইন সংলগ্ন জান্নাতুল বাকী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, পিপি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবুসহ দাফন কার্যক্রমে হাজার হাজার মানুষের ঢল নেমে আসে।
তিনি চুয়াডাঙ্গা পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম এহসানুল হক মালিকের ৫ পুত্র ও ৩ কন্যার মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিলেন।
পড়ুন : চুয়াডাঙ্গার পৃথক দুটি ধর্ষণ মামলার রায়দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা


