চুয়াডাঙ্গায় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত এরিন বাদশা (৪০) নামে একজনকে আটক করা হয়।
এরিন বাদশা সদর উপজেলার নুরনগর গ্রামের সুলতান আলীর ছেলে।
মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার নুরনগর গ্রামে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সদর উপজেলার নুরনগর গ্রামের একটি বাড়িতে ট্যাপেন্ডা ট্যাবলেট এবং পাশের কবরস্থানে ১৫টি ককটেল বোমা আছে গোপন সংবাদ পাওয়া যায়। পরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওই গ্রামে অভিযান চালায়।
অভিযানের সময় এরিন বাদশার বাসায় ২৩০টি ট্যাপেন্ডা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে কবরস্থানের পরিত্যক্ত স্থান থেকে ১৫টি ককটেল বোমা উদ্ধার করা করা হয়।
তিনি আরো জানান এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
এরিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের হয়েছে।
পড়ুন- কুড়িগ্রামে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
দেখুন- নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ঘোষণা


