১৪/০১/২০২৬, ২:৫৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ২:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে চুরি করতে গিয়ে যুবদল কর্মী আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গিয়ে নাজমুল (৪০) নামে এক যুবদল কর্মীকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (২১ জুন) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার তাড়াইল বিরাবো এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

নাজমুল হাসান কাঞ্চন পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের ছেলে। এছাড়া তিনি যুবদল কর্মী হিসেবে দলের পরিচয় দিয়ে আসছেন।

ব্যবসায়ী শরীফ মিয়া জানান, তিনি একজন ব্যবসায়ী৷ গত শনিবার রাতে যুবদল কর্মী নাজমুল ও তার কয়েকজন সহযোগী মিলে দরজা ভেঙে মিয়ার বাড়িতে চুরি করতে যায়। এময় নাজমুল ও তার সহযোগীরা বাড়ি থেকে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিকভাবে নাজমুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্য করেন। এসময় সময় তার সহযোগীরা চুরি করা মালামাল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী শরীফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে আটক করে রবিবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “চুরির ঘটনায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এনএ/

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন