খাগড়াছড়ি সদরের মহালছড়া গ্রামের মানুষের জন্য চেঙ্গী নদী পারাপারে নতুন নৌকা উপহার দিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
শুক্রবার বিকেলে মহালছড়া নদীর তীরে গ্রামবাসীর হাতে নৌকার বৈঠা তুলে দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহালছড়া গ্রামের মানুষ চেঙ্গী নদী পারাপারে নানা দুর্ভোগে পড়ছিলেন। বর্ষা মৌসুমে এ নদী উত্তাল হয়ে ওঠায় একপাশ থেকে অন্যপাশে যাতায়াত কষ্টকর হয়ে দাঁড়ায়। নৌকার অভাবে বিশেষ করে বৃদ্ধ, শিশু ও রোগীরা মারাত্মক ভোগান্তির শিকার হতেন।
নৌকা উপহার দেওয়ার সময় স্থানীয় প্রবীণ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। তারা জানান, নতুন নৌকা পাওয়ায় এখন থেকে যাতায়াতে সময় ও কষ্ট দুটোই কমবে। গ্রামবাসীর পক্ষ থেকে ম্রাসাথোয়াই মারমার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
ম্রাসাথোয়াই মারমা বলেন, “মানুষের দুর্ভোগ লাঘব করাই আমার লক্ষ্য। মহালছড়ার মানুষ যাতে নিরাপদে ও সহজে চেঙ্গী নদী পার হতে পারে, সে উদ্দেশ্যেই এই নৌকা প্রদান করা হয়েছে।”
এ সময় গ্রামবাসী নৌকাটির মাধ্যমে পারাপার শুরু করেন এবং আনন্দ-উল্লাসে উদযাপন করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

