22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লীগে রিয়াল ও বায়ার্নের সেমিফাইনাল নিশ্চিত

ম্যানচেস্টার সিটি ও আর্সেনালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।

১৭ এপ্রিল লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ১-১ গোলের ড্রয়ের পর, ম্যানসিটি-রিয়ালের ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে শেষ চার নিশ্চিত করে কার্লো আনেচেলত্তির দল। আরেক ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে, সেমির টিকিট পায় বায়ার্ন।

উয়েফার ৪ সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে। শেষ চারে জায়গা করে নিয়েছে তিন দেশের চার দল। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের দুইটি দল থাকলেও, একটি দলও সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি। সেমি ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ এবং পিএসজি খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ১৬ এপ্রিল বার্সেলোনাকে বিদায় করে দেয় পিএসজি। আর অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে বরুশিয়া ডর্টমুন্ড।

বায়ার্নের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। অপর সেমিফাইনালের প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে যাবে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লড়াই শুরু হবে আগামী ৩০ এপ্রিল থেকে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে ৭ মে।


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন