সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে বিজয় র্যালী করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৬ই আগষ্ট) দুপুরে মাগুরা শহরের নোমানি ময়দান থেকে বিজয় র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিজয় র্যালীতে অংশ নেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার খান, যুগ্ম আহবায়ক এ্যাড. রোকনুজ্জামান, পিকুল খান সহ যুবদল নেতা এ্যাড. কল্লোল, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, ছাত্রদল নেতা, শফিকুল ইসলাম সহ অন্যান্যরা।
বিজয় র্যালী শেষে নেতারা বলেন, দেশ এখন ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। দীর্ঘ দিনের সংগ্রাম সফল হয়েছে। আগামী দিনের রাষ্ট্র হবে ন্যায়নীতি ও সৈরাচারমুক্ত।
পড়ুন: এনসিপি নেতা-সমর্থকের মধ্যে মারামারি, বিএনপি নেতাকে ধাক্কা
দেখুন: নাটরে ডাকাতি প্রস্তুতি কালে সেনাবাহিনীর হাতে ৬ জন আটক
ইম/


