বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে নেমেছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রায় সময়ই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি নিয়ে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন।
এদিকে, ছাত্রলীগ নিষিদ্ধের পর থেকেই থেকেই দলটির নেতাকর্মীরা ফেসবুকে প্রতিবাদ জানিয়ে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবার এই ছোট পর্দার অভিনেত্রীও ছাত্রলীগের উদ্দেশ্যে তার ফেসবুকে একটি পোস্ট দিলেন।
রুকাইয়া জাহান চমক তার ফেসবুকে লিখেন, ‘দিলাম বন্ধ করে কু*লীগের একমাত্র বিচরণের জায়গা ফেসবুক কমেন্ট সেকশন। এখন ওরা কই ঘেউ ঘেউ করবে, থাক সোনারা মন খারাপ করো না। প্রেসক্রিপশন দিচ্ছি তোমাদেরকে একটা। এখন তোমরা ডায়াজেপাম ৫ মিলিগ্রাম খেয়ে ঘুম দাও, আর জপতে থাকো ‘আপনা টাইম আয়েগা’। সেডিল ৫ মিলিগ্রাম ১+ ০+১ প্রতিদিন খাবে যতক্ষণ না তাদের আপা ফিরে আসে।’
তিনি আরও লিখেন, ‘আরও চেক-আপের জন্য অনুগ্রহ করে মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন যদি রোগীরা বিভ্রান্ত হন বা তাদের অবস্থান এবং ক্ষমতাকে হ্যালুসিনেট করেন। তবুও, যদি রোগীরা সুস্থ না হয় অনুগ্রহ করে যেকোনো পশু চিকিৎসকের সাথে পরামর্শ নিতে পারে, তাদের সম্ভবত পাগল কুকুরের ভ্যাকসিন প্রয়োজন।’