21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বিজ্ঞাপন

ছাত্র-জনতার মুক্তির দাবিতে রাজপথে শিল্পী-সাহিত্যিকরা

গণগ্রেফতার বন্ধ করে আটককৃত ছাত্র জনতার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পীসমাজ। ধানমন্ডিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে তারা। একই দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন।

রাজপথ জুড়ে, দেয়ালে দেয়ালে যেখানেই পারছেন, এমন প্রতিবাদী স্লোগান লিখছেন। সমবেত কণ্ঠে আওয়াজ তুলছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে। গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে ধানমন্ডিতে সমবেত হন হাজারো মানুষ।

আবাহনী মাঠের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এসময় শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে সরকারের পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। গণগ্রেফতারের শিকার ছাত্র জনতার মুক্তি দাবি করে সরকারের পদত্যাগও চান তারা। সমাবেশ শেষে মিছিল নিয়ে ধানমন্ডিতে ২৭ এ গিয়ে শেষ করেন কর্মসূচি।

একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উদীচী। সকালে সংগঠনটির সদস্যরা জাতীয় প্রেসক্লাবের বিক্ষোভ সমাবেশ করে, কঠোর সমালোচনা করে সরকারের।

এদিকে, বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন লেখক কবি সাহিত্যিকরাও। বৃষ্টি উপেক্ষা করে সকালে বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে সমবেত হয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন