১৪/০১/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পূর্বাচলে ছাত্রদল নেতার নেতৃত্বে হত্যা মামলার সাক্ষীকে অপহরণ, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের পূর্বাচলে এক ছাত্রদল নেতার নেতৃত্বে অপহৃত হত্যা মামলার সাক্ষী রাশেদুল ইসলাম রাশেদকে অপহরণের পর মুক্তিপণ আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ওই ছাত্রদল নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৮ জুন) দুপুরে পূর্বাচলের ভোলানাথপুর ১৩নং সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অপহরণের শিকার স্বাক্ষী রাশেদুল ইসলাম রাশেদ ভোলানাথপুর এলাকার মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ভোলানাথপুর এলাকার রমজান মিয়ার ছেলে রাসেল, একই এলাকার বাকা মিয়ার ছেলে সাব্বির হোসেন, ফরিদ মিয়ার ছেলে রনি মিয়া, বাকা মিয়ার ছেলে শান্ত, আরজু মিয়ার ছেলে রনি, আব্দুল বারেকের ছেলে শিমুল ওরফে শিপলু।

ভুক্তভোগী রাশেদুল ইসলাম রাশেদ বলেন, বিগত ২০১৮ সালে ভোলানাথপুর এলাকার রাকিব মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার নামের এক যুবতীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় যুবতীর পিতা রাকিব মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। দায়েরকৃত মামলায় আদালতে সাক্ষী দেই আমি। এরপর থেকে মামলার আসামীরা আমাকে বিভিন্ন মাধ্যমে বাদিকে দিয়ে মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছিল।

এরই জের ধরে গত শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক রাসেল, সাব্বির হোসেন, মোঃ রনি মিয়া, শান্ত, রনি,শিমুল ওরফে শিবলু, ইকবাল ওরফে মাক্কু, মফিজুল, দিলার হোসেন বায়েজিদসহ অজ্ঞাত ৭/৮ জন মিলে অস্ত্রসহ আমার এসে আমার বাসায় এসে আমাকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে নির্জনস্থানে নিয়ে যায়। মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা দাবি করেন। পরে তারা আমার পরিবারের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা মুক্তিপণ নেয় । এসময় তারা আমার হাতে থাকা একটি ডায়মন্ডের আংটি নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ধর্ষণের পর এক যুবতীকে হত্যা মামলার সাক্ষী রাশেদুল ইসলাম রাশেদকে অপহরণের পর মুক্তিপণ আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন। ভুক্তভোগীর বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ থেকে অপহরণকারীদের শনাক্ত করা হয়। দুপুরে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এনএ/

দেখুন: বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনের পদত্যাগ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন