25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ছেলেদের পোশাক বেশি পছন্দ কৃতি শ্যাননের

বাহারী রং ছড়িয়ে, গায়ে মাখিয়ে বিপুল উৎসবের সঙ্গে হলি উদযাপিত হয় ভারতে। এ বছর ২৫ মার্চ ছিলো হলি। দিনটিতে বলিউড তারকারাও মাতেন উৎসবে। হলি উপলক্ষে পোশাক পছন্দ করা নিয়ে চলে নানা ব্যস্ততা। বলিউড তারকাদের মধ্যে ব্যতিক্রম ফ্যাশন আইকন কৃতি শ্যানোন। মেয়েদের পোশাক থেকে ছেলেদের পোশাকেই বেশি ঝোক তার। নিজেকে ছেলেদের পোশাকে বেশি আকর্ষণীয় লাগে বলেও মনে করেন তিনি।

সাদা যেকোন কিছুই তার পছন্দের। হলির দিন পরেন ডেনিমের জিনসের সঙ্গে একটি শার্ট। দামি কোন পোশাক যে কিনতেই হবে তেমনটা মনে করেন না কৃতি। হলির দিনে পরেন একটু এলোমেলো হয়ে থাকে পুরোনো শার্ট। হলির দিনের পোশাক সম্পর্কে তার বক্তব্য, ‘‘তৈরি হয়ে নিন; যেকোন একটি শার্ট বেছে নিন, যেটাকে একেবারে নোংরা করে দিতে আপনি প্রস্তুত।

তাই হলির দিন নিয়ে যারা খুব বেশি ভাবনা-চিন্তায় থাকেন পোশাক নিয়ে, তাদের জন্য কৃতির পরামর্শ কাজে আসতে পারে।
পুরো দিনের বিখ্যাত বয়ফ্রেন্ড ব্রান্ডের জিনসের প্রতি বেশ আগ্রহ রয়েছে কৃতির। সে মনে করে আগে যতটা জনপ্রিয় ছিলো এখন ততটা জনপ্রিয়তা নেই এ পোশাকের। এই পুরোনো ফ্যাশনটিকে আবারও সামনে আনতে চান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন