15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ডিজিএমকে কুপিয়ে জখম, পোষাক শ্রমিকদের নিরাপত্তা দাবি

গাজীপুরের পোশাক কারখানার ডিজিএমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। টঙ্গী পূর্ব থানাধীর বিসিক পানির ট্যাঙ্কের মোড়ে এ ঘটনা ঘটে। বিচারের দাবি জানিয়ে কাজ শেষ ফেরার পথে নিরাপত্তা চান কারখানা শ্রমিকরা। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন টঙ্গির একটি পোশাক কারখানার কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি আরবিএসআর ফ্যাশন কারখানায় ডিজিএম পদে কর্মরত। কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

প্রাণে বাঁচতে ভুক্তভোগী পাশের একটি ফ্যাক্টরিতে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখানেও তাকে কোপাতে থাকলে ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড ও পথচারীরা তাদের ধাওয়া দেয়। এতে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে সিকিউরিটি গার্ড ও পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

এমন ঘটনার বিচার দাবি করেছেন ঐ এলাকার পোষাক শ্রমিক-কর্মকর্তারা। শিল্প এলাকার ভেতরে শ্রমিকদের নিরাপত্তা জোরদারের দাবি তাদের।

বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত করে যথাযথা ব্যবস্থা নেয়া হবে।

কি কারনে কারা ঐ কর্মকর্তার উপর এভাবে হামলা চালালো, তা খতিয়ে দেখবে বলেও জানিয়েছে পুলিশ।

এনএ/

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

দেখুন: গাজীপুরে সাবেক মেয়রকে ডিম, জুতা নিক্ষেপ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন