22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জনগণই হবে সকল ক্ষমতার মালিক: প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা ও সাধারণের পাশে দাড়িয়ে সশস্ত্রবাহিনী আবারও মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষ্যে বিকেলে সেনাকুঞ্জে নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে যোগ দেন কূটনৈতিক কোরের সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ।

প্রধান উপদেষ্টা এসময় তার ভাষণে বলেন, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্রবাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসেছে দাড়ায়। ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে তারা আবারও মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগদানকে আনন্দের বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তাকে এক যুগ এ অনুষ্ঠানে অংশ গ্রহণের সুযোগ পাননি।

দিবসটি উপলক্ষ্যে সকালে সেনানিবাসের আরেক অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক।

এর আগে, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এনএ/

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টা: পুলিশকে জনগণের কাছে প্রমাণ করতে হবে
দেখুন: ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন