১৫/০১/২০২৬, ২০:১৬ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০১/২০২৬, ২০:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘জনগণের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুবের রহমান শামীম বলেছেন, “আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। জনগণের প্রচেষ্টায় এসব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। জনগণের ভোটাধিকার যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদের রুখে দেবে।”

বিজ্ঞাপন

গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকার চেয়ারম্যানঘাটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা শামীম বলেন, “গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তা আসলে তারেক রহমানকে নিয়েই ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে, তারা নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় আছে বলেই এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র কখনও সফল হবে না। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সারাদেশের মানুষ ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। যতই ষড়যন্ত্র হোক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে নির্বাচন বানচাল করা কারও পক্ষে সম্ভব হবে না। দেশের জনগণ এখন ভোটের ট্রেনে উঠে গেছে—প্রতিটি অঞ্চলে চলছে মিছিল-মিটিং, নির্বাচনের প্রস্তুতি।”

সভায় সভাপতিত্ব করেন হরিণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান দোলন।
এসময় আরও বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

পড়ুন: শিবচরে ছেলের হাতে বাবা খুন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন